বিনোদপুর আলিম মাদ্রাসা
EIIN: 124701 | স্থাপিতঃ ১৯৬৮ খ্রি.
২০২৫-২০২৬ সেশনে আলিম শ্রেণিতে ভর্তির জন্য অন-লাইন আবেদন ৩০/০৭/২০২৫ খ্রি. তারিখ থেকে ১১/০৮/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত চলমান থাকবে। মাদ্রাসা থেকে আবেদনের ব্যবস্থা আছে।
প্রতিষ্ঠান সম্পর্কে
মাদ্রাসার EIIN:124701, MPO Code: 8505072201, মাদ্রাসা বোর্ডের কোডঃ ১৩১১১,“ বিনোদপুর আলিম মাদ্রাসা”-শিক্ষার বিস্তৃতি ও ইসলামী জ্ঞানের আলো বিতরণে প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিরবিচ্ছিন্ন ভূমিকা পালন করে আসছে। মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাসঃ স্বপ্ন মানুষের সহজাত প্রবৃত্তি। ভালো স্বপ্ন একদিকে মানুষকে আলোকিত করে, আলোড়িত করে,অন্যদিকে সময়ের প্রবহমানতায় ভালো স্বপ্নের বাস্তবায়ন ইতিহাসের ধারক হয়ে টিকে থাকে। তেমনি ইতিহাসের পৃষ্ঠায় জ্বলজ্বল করছে একটি স্বপ্ন। একটি ভালো স্বপ্নের ভিত্তি ছিল বিনোদনপুর আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার। হযরত মাওলানা মোঃ আলাউদ্দিন ঘুমের মাঝে স্বপ্ন দেখলেন কে যেন তাঁকে আদেশ করছেন, এলাকায় একটি মাদ্রাসা স্থাপনের জন্য। ঘুম ভেঙে গেলে তিনি ধীরস্থির চিন্তায় নিমগ্ন হলেন।এরকম স্বপ্ন তো আগে কখনো দেখা হয়নি। এই স্বপ্ন বাস্তবায়ন করার ভার অনেক। আর চাইলেই তো সহজে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না। রাষ্ট্র, আইন, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ভিত এসবের মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়।তাহলে কী যাপিত জীবনের নানান স্বপ্নের মতো এটাও স্বপ্ন হয়ে থেকে যাবে? এসব চিন্তা- ভাবনার মধ্যে দিয়ে তিনি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যে কোনো মূল্য তিনি এলাকায় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। স্বপ্ন পূরণের লক্ষ্যে তাঁর প্রাণন্তকর প্রয়াস শুরু হলো। প্রথমেই তিনি এলাকার মানুষের কাছে তাঁর ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটালেন। প্রত্যক কাজের পেছনে আলোচনা সমালোচনা থাকে। এখানেও তার প্রতিফলন ঘটলো। তবুও মাওলানা মোঃ আলাউদ্দিন হতাশ হলেন না। দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে এলাকার শিক্ষানুরাগী ও সমাজের আলোকিত মানুষদের একই মোহনায় মিলিত করলেন। সবার মাঝে নিজের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা উচ্চারণ করলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমির ব্যবস্থা, স্থানীয়দের আর্থিক সহযোগিতা ও রাষ্ট্রের আনুকুল্যে ১৯৬৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মাওলানা মোঃ আলাউদ্দিন এর স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান বিনোদপুর আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠার পর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ভার তাঁকেই গ্রহণ করতে হয় । তাঁর উপর অর্পিত দায়িত্ব তিনি সুনামের সাথে পালন করে বিনোদনপুর আলিম মাদ্রাসাকে একটি আর্দশিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হন। পরিশেষে মহান আল্লাহ তায়ালা যেন তিনি সহ মাদ্রাসা প্রতিষ্ঠায় যারা জ্ঞান, বুদ্ধি,অর্থ, শ্রম,জমিদান সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে তার প্রিয় বান্দাদের অন্তর্ভূক্ত করে নেন। আমীন।
ইভন্টস সমূহ
কোনো ইভেন্ট নেই