বিনোদপুর আলিম মাদ্রাসা
EIIN: 124701 | স্থাপিতঃ ১৯৬৮ খ্রি.
অধ্যক্ষের পরিচিতিঃ

অধ্যক্ষ মোহাঃ উমার ফারুক ১৯৭০ খ্রিস্টাব্দে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে
জন্ম গ্রহন করেন। বাবা বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম মাওলানা আব্দুল মাজেদ ও মাতা
আয়েদা বেগম। বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখা-পড়ায় হাতে খড়ি।পরবর্তীতে
ঐতিহ্যবাহী রাধাকান্তপুর ফাযিল মাদ্রাসা থেকে দাখিল, আলিম, ফাযিল এবং
রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা থেকে কামিল (হাদিস বিভাগ) পাশ
করেন। আরো উচ্চ শিক্ষার্থে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি
হয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্ম জীবনের শুরুতে ঢাকাস্থ
’হলি চাইল্ড পালিক স্কুল এ্যাণ্ড কলেজে’ কিছুদিন বাংলা প্রভাষক হিসেবে
চাকুরি করেন। পরে ২০০০ সালে ”রাধাকান্তপুর ফাযিল মাদ্রাসায় ” বাংলা প্রভাষক
হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সালে অত্র মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করে
অদ্যাবধি সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছেন।